আমাজনের গাছের প্রজাতি তালিকাভুক্তিতে লাগবে ‘৩০০ বছর’

সিলেট সুরমা ডেস্ক::::: আমাজনের বৃষ্টিবনে গাছের প্রজাতির সংখ্যা এবং বৈচিত্র অনেক বেশি হওয়ায় এদের তালিকা তৈরি করতে তিনশ বছর লেগে যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বিবিসি বলছে, সম্প্রতি শেষ হওয়া বড় ধরনের এক গবেষণার পর তারা এ কথা জানিয়েছেন। সায়েন্টিফিক রিপোর্টস সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণা ফলাফলে বলা হয়েছে, তিনশ বছর ধরে জাদুঘরে রাখা পাঁচ লাখেরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত গাছের প্রায় ১২ হাজার প্রজাতি আবিষ্কৃত হয়েছে বলে জানিয়েছেন তারা। এসব তথ্যের ভিত্তিতে তারা অনুমান করছেন, গাছের আরো প্রায় চার হাজার বিরল প্রজাতি আবিষ্কারের এবং বর্ণনা আকারে লিপিবদ্ধ হওয়ায় … Continue reading আমাজনের গাছের প্রজাতি তালিকাভুক্তিতে লাগবে ‘৩০০ বছর’